ল্যাংড়া আম অন্যতম একটি বিখ্যাত আম। এই আম পাকার পর খানিক হলুদ রঙের হয়। জুন মাসের শেষের দিকে এই আম পাকতে শুরু করে এবং বাজারে পাওয়া যায়। এই আমকে ছোটো ছোটো টুকরো করার ক্ষেত্রে আদর্শ বলে মনে করা হয়।
দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রাং ধারণ করে। ফলের শাঁস হলুদাভ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর এলাকায় এ আম বেশি জন্মে।
যেখানে যেখানে ডেলিভারি সম্ভব ।